মোটরযানের গতিসীমা নির্দেশিকা প্রণয়নে গ্রামাঞ্চল ও শহরের ঘনত্বের মতো বিষয়গুলো বিবেচনায় নেয়া এবং রাস্তার ধরন ও প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মোটরযানের গতি ভিন্ন ভিন্ন করা হয়েছে, যা সড়ক নিরাপত্তার জন্য মানসম্মত বিষয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সকল সংস্থা ও দপ্তরকে মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪ প্রণয়নে শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় কোয়ালিশনের পক্ষ থেকে সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরীর হাতে অভিন্দনপত্র তুলে দেয়া হয়। পরে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।