ঈদ উপলক্ষে সড়কে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন গত ৩ এপ্রিল থেকে ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে। চলবে ঈদের আগেরদিন পর্যন্ত। ৬ এপ্রিল ৩য় দিন কেন্দ্রীয়ভাবে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কর্মসূচি পরিচালনা করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সচেতনতামূলক ক্যাম্পেইনে কেন্দ্রীয় কমিটিকে সহায়তা করে নিসচা নারায়ণগঞ্জ জেলা কমিটি।